অটোপাস নিয়ে বিরূপ মন্তব্য করবেন না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের অটোপাসের বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করবেন না। যদি শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ক্ষতি হয়, তবে যারা এখন সমালোচনা করছেন তারা কি এর দায়িত্ব নেবেন? দায়িত্ব নেবেন না। তবে এত সমালোচনা কেন করবেন?
শনিবার (৩০ জানুয়ারি) সকাল পৌঁনে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি এইচএসসির ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আগের ক্লাসগুলোতে পরীক্ষা দিয়েছে। এসব বিবেচনায় নিয়েই ফলাফল প্রস্তুত করা হয়েছে। কাজটা অনেক কঠিন ছিল। আমরা চাইনি শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়ে যাক। তাই আমরা ফলাফল যেকোনো মূল্যেই হোক দিয়েছি। তবে ফলাফল নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন। এটা নিয়ে কথা বলা উচিত না! শিক্ষার্থীদের দিকে তাকাতে হবে। তারা যেন হতাশ হয়ে না পড়ে। করোনার কারণে তারা স্কুলে যেতে পারছে না। এমন অবস্থায় যদি তাদের ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয়। তবে তাদের মানসিক ক্ষতি হবে।
বঙ্গবন্ধু কন্যা বলেন, আগে এক সাবজেক্ট ফেল করলে সব সাবজেক্ট পরীক্ষা দিতে হতো। আমি যখন ৯৬ সালে ক্ষমতায় আসি, তখন এক সাবজেক্ট ফেলে এক সাবজেক্টই পরীক্ষা চালু করেছিলাম। তখনও সমালোচনা করেছিল অনেকে।
তিনি আরও বলেন, করোনার কারণে স্কুল কলেজ বন্ধ করে দিয়েছি। বিদেশি অনেক অতিথি আসার কথা ছিল, আমরা তাও বন্ধ করে দিয়েছি। আমরা করোনার মধ্যে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করেছি।
ডিজিাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, আমরা পরীক্ষার ফলাফল দিয়েছি। উন্নত দেশগুলোও একইভাবে ফলাফল দিয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। শিক্ষা খাতেও আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করেছি। এসময় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কীভাবে বিভিন্ন অ্যাপস ও অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলছে তার একটি নমুণা তুলে ধরে শিক্ষামন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করব পড়াশোনার প্রতি আরেকটু মনোযোগী হতে। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা যেভাবে ডিজিটাল পদ্ধতিতে ও ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে তা অব্যাহত রাখবে। তবেই শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।
এসময় সুইচ টিপে ভার্চুয়ালি রেজাল্ট ঘোষণা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।